Supriyo Sengupta. Born on 11th November 1974 in Kolkata. Father’s name is Shri Tejomoy Sengupta and mother’s name is Smt Snigdhita Sengupta. Younger brother is Sri Shyamsundar Sengupta. At a very early age, up to the fourth grade, he spent most of his time in the natural environment of his mother’s home, Benekhali village under Domkal police station, Murshidabad. The roaring of river Bhairav on one side and the genuine love of the simple, rural “Ram-Rahim” on the other are intertwined chapters of his childhood memories. Then, almost invariably, first the “Kaibalya Nagar Primary School” in Haridebpur area of Taliganj and later studied at “Puthiari Brajomohan Tiwari Institution”. Secondary and Although he passed Madhyamik & HS (high school) with good credit, he was always driven away by the ghost of football and drama. While organizing small and big cultural events from Rabindra – Nazrul – Sukanta in the neighborhood, by mother’s endless support, their house at 25, Baroda Sarani ,locally known as “ Mohun Bagan house” actually became the reharshal room of “South 41 Pally Club” . After that, father’s retirement, wanting to get himself into the working life quickly, Supriyo left Ashutosh College with chemistry honours in the middle, joined in Deploma in electrical engineering from Acharya Prafullachandra Roy Polytechnic College. Passed in 1995 and entered in working life started with Siemens Limited Company. After that, private company jobs – cycle, this company to that company also with indomitable desire and persistence, completed his graduation in private from Calcutta University with Economics & Political Science. In the year of 1998, Supriyo passed with a bright score from National Institute of Film and Fine Arts with drama and film. In 2006 , suddenly he got a chance as Post Master of “Chayghari” Post Office under Baharampur Head Post Office of Murshidabad, by the central government’s E.D. appointment . 12 th . December ‘2007, This was the special chapter of life…..marriage and immediately after that mother’s illness. After going through all the ups and downs of life, Supriyo resigned from ED job and became a perfect corporate engineer. Maternal deprivation in 2010. In 2013, he thought to fulfill his mother’s dream and firstly tried for the entrance for lateral B.Tech, and successfully passed the same with 94 percent marks. After getting success in the first mile stone, Supriyo started full scale Sadhana for the globalization of b Mahishasur Mardini . Mahishasur Mardini, the world’s first English language debut, debuted in
2017. Copyrighted as ……THE DEMON SLAYING GODDESS DURGA…… Since then, there has been a constant effort to improve. Then in 2019 , Supriyo tried for the audition at Akashvani Calcutta – AIR and qualified as a panel artist in drama department. Then, in 2022, English Mahishasur Mardini successfully enlisted in the
India Book of Records.In the effort of new, in the effort of improvement, the intoxication of creation is the best medicine for Karigori Kobiyal. Even if the creator is gone, the creation will remain.
সুপ্রিয় সেনগুপ্ত। জন্ম ১৯৭৪ সালের ১১ ই নভেম্বর কলকাতায়। বাবার নাম শ্রী
তেজোময় সেনগুপ্ত এবং মায়ের নাম শ্রীমতী স্নিগ্ধীতা সেনগুপ্ত। ছোট ভাই শ্রী
শ্যামসুন্দর সেনগুপ্ত। একেবারে ছোট বেলায়, চতুর্থ শ্রেণী পর্যন্ত বেশিরভাগ সময়
কেটেছে মায়ের বাড়ি, মূর্শিদাবাদের,ডোমকল থানার অন্তর্গত বেনেখালি গ্রামের
প্রাকৃতিক পরিবেশে। একদিকে ভৈরব নদীর গর্জন আর অন্যদিকে সরল, গ্রাম্য রাম-
রহিমের অকৃত্রিম ভালোবাসা তার ছোটোবেলার স্মৃতি বিজড়িত অধ্যায়। তারপর, প্রায়
পাকাপাকি ভাবে প্রথমে টালিগঞ্জের হরিদেবপুর অঞ্চলের "কৈবল্য নগর প্রাথমিক
বিদ্যালয়" এবং পরবর্তীতে "পুটিয়ারী ব্রজোমোহন তিয়াড়ী ইনস্টিটিউশন" এ পড়াশোনা।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বেশ কৃতিত্বের সঙ্গে পাশ করলেও ফুটবল খেলা আর
নাটকের ভুত তাকে সর্বদাই তাড়িয়ে নিয়ে বেড়াতো।
পাড়ায় রবীন্দ্র – নজরুল – সুকান্ত থেকে ছোট বড় হরেক সাংস্কৃতিক অনুষ্ঠান
সংগঠিত করতে গিয়ে, মায়ের দিলদরিয়া আস্কারায় নিজেদের বাড়ি, ২৫,বরোদা সরণী
ওরফে মোহনবাগান বাড়িটি আদতে হয়ে উঠেছিল, দক্ষিণ ৪১ পল্লী ক্লাবের মহলা
কক্ষ।
এরপর , বাবার চাকরির অবসর , নিজেকে জোড় করে তড়িঘড়ি কর্ম জীবনে নিয়ে আসতে
চেয়ে, আশুতোষ কলেজ থেকে রসায়ন নিয়ে স্নাতকতা মাঝপথে ছেড়েই , আচার্য
প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে
১৯৯৫ সালে সিমেন্স লিমিটেড কোম্পানি দিয়ে চাকরি জীবনে প্রবেশ।
এরপর প্রাইভেট কোম্পানীর চাকরি – চক্রে , এ কোম্পানি – সে কোম্পানি র মধ্যেও
অদম্য ইচ্ছা ও জেদে সাম্মানিক সহ প্রাইভেটে কলা বিভাগে স্নাতক এবং নাটক এবং
ফিল্ম নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস থেকে স্নাতকতা
অর্জন।
এরপর হঠাৎ করে ই সূযোগ হয় , মূর্শিদাবাদের বহরমপুর হেড পোষ্ট অফিসের
অন্তর্গত "ছয়ঘড়ি" পোস্ট অফিসের পোস্ট মাস্টার পদে , কেন্দ্রীয় সরকারের ই.ডি.
পদাভিসিক্ত হওয়ার।
ইতি মধ্যেই জীবনের বিশেষ অধ্যায় ….. বিবাহ এবং তার অব্যবহিত পরেই মায়ের
অসুস্থতা । আবার জীবনের নানান চড়াই উৎরাই পেরিয়ে পুরো দস্তুর কর্পোরেট
ইঞ্জিনিয়ার। ২০১০ এ মাতৃবিয়োগ।
তিন বছরের টালমাটাল পেরিয়ে মায়ের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে ইঞ্জিনিয়ারিং
ডিগ্রীর এন্ট্রান্সে বসে,পাশ এবং ৯৪ শতাংশ নম্বর নিয়ে পাশ। এরপর পুরো মাত্রায়
সাধনা শুরু হয় মহিষাসুর মর্দ্দিনীর বিশ্বায়ন নিয়ে। ২০১৭ সালে প্রথম জন-মানসে
আত্মপ্রকাশ করে, বিশ্বে প্রথম ইংরেজি ভাষায় মহিষাসুর মর্দ্দিনী। কপিরাইট লাভ
…… THE DEMON SLAYING GODDESS DURGA……
তারপর থেকেই চলছে পরিমার্জনের নিরন্তর প্রয়াস।
এরপর ২০১৯ সালে আকাশবাণী কলকাতায় অডিশন এবং নাটক বিভাগের প্যানেল
শিল্পীর যোগ্যতা অর্জন ।
তারপর, ২০২২ সালে , ইংরেজি মহিষাসুর মর্দিনী, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ জায়গা
করে নেয় ।
নতুনের চেষ্টায় , উন্নতির চেষ্টায়, সৃষ্টির নেশাই সুপ্রিয়র একমাত্র মহৌষধ ।।
স্রষ্টা চলে গেলেও সৃষ্টি থেকে যাবে আবহমান ধারায়।